এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে – বিজয় সরকার

কথা ও সুর: বিজয় সরকার

এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে
সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে
যখন নগদ তলব তাকিত পত্র নেবে আসবে যবে

মোহ ঘুমে যে দিন আমার মুদিরে দুই চোখ
পাড়াপড়শী প্রতিবেশী পাবে কিছু শোক
তখন আমি যে এই পৃথিবীর লোক ভুলে যাবে সবে

যতো বড় হউকনা কেন রাজা জমিদার
পাকা বাড়ি জুড়ি গাড়ি ট্রানজিস্টার
তখন থাকবে না কোন অধিকার বিষয় ও বৈভবে

চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ বাতাস জল
যেমন আছে তেমনি ঠিক রইবে অবিকল
মাত্র আমি আর থাকবোনা কেবল জনপূর্ণ ভবে

শব্দ স্পর্শ রূপ রস গন্ধ বন্ধ হলো যেন
এই পৃথিবীর অস্বস্তি বোধ থাকবেনা আর হেন
পাগল বিজয় বলে সেই দিন যেন এসে পড়ে কবে

বিদ্যান্বেষণের জন্যে যদি

বিদ্যান্বেষণের জন্যে যদি
সূদূর চীনেও যেতে হয়,
তবে সেখানে যাও

–আল-হাদিস

ছাত্রজীবনের মতো মধুর জীবন আর নেই

ছাত্রজীবনের মতো মধুর জীবন আর নেই।
এ কথাটা বিশেষ করে বোঝা যায় তখন,
যখন ছাত্রজীবন অতীত হয়ে যায়;
আর তার মধুর ব্যথাভরা স্মৃতিটা একদিন হঠাৎ
অশান্ত জীবনযাপনের মাঝে ঝকঝক করে ওঠে।

-কাজী নজরুল ইসলাম

জ্ঞান অন্বেষণ করা

জ্ঞান অন্বেষণ করা
প্রত্যেক মুসলমান পুরুষ ও নারীর
অবশ্যকর্তব্য।

-আল-হাদিস

নীরবতাই হচ্ছে সবচেয়ে উত্তম পন্থা

অজ্ঞের পক্ষে নীরবতাই হচ্ছে
সবচেয়ে উত্তম পন্থা।
এটা যদি সবাই জানত
তা হলে কেউ অজ্ঞ থাকত না।

-শেখ সাদি

সবচেয়ে বড় স্কুল-শিক্ষক

অভিজ্ঞতা হল
সবচেয়ে বড় স্কুল-শিক্ষক;
আর এই স্কুলের
বেতনের হার খুব চড়া।

-কার্লাইল

মানুষ মরে গেলে পচে যায়

মানুষ মরে গেলে পচে যায়,
বেঁচে থাকলে বদলায়,
কারণে-অকারণে বদলায়

– মুনীর চৌধুরী

যে-মানুষ কুশিক্ষা পেয়েছে

যে-মানুষ কুশিক্ষা পেয়েছে,
সে-মানুষ নিকৃষ্ট;
আর যে-মানুষ সুশিক্ষা পেয়েছে,
সে-মানুষই শ্রেষ্ঠ।

–আল-হাদিস

আমরা সবাই পাপী

আমরা সবাই পাপী;
আপন পাপের বাটখারা দিয়ে;
অন্যের পাপ মাপি।

– কাজী নজরুল ইসলাম

নদীর এপার কহে ছাড়িয়া নিশ্বাস

নদীর এপার কহে ছাড়িয়া নিশ্বাস,
ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস।
নদীর ওপার বসি দীর্ঘশ্বাস ছাড়ে;
কহে, যাহা কিছু সুখ সকলি ওপারে।

– রবীন্দ্রনাথ ঠাকুর