কন্ঠ – জেমস
কথা – মেছের মন্ডল, লোকনাথ ও মারজুক রাসেল
সুর – জেমস
যেদিন বন্ধু চলে যাব, চলে যাব বহুদূরে
ক্ষমা করে দিও আমায়, ক্ষমা করে দিও
মনে রেখো কেবল একজন ছিল,
ভালোবাসতো শুধু তোমাদের
চোরা সুরের টানে রে বন্ধু মনে যদি ওঠে গান
গানে গানে রেখো মনে ভুলে যেও অভিমান
মনে রেখো কেবল একজন ছিল,
ভালোবাসতো শুধু তোমাদের
ভরা নদীর বাঁকেরে বন্ধু ঢেউয়ে ঢেউয়ে দোলে গান
চলে যেতে হবে ভেবে কেঁদে ওঠে মন প্রাণ
মনে রেখো কেবল একজন ছিল,
ভালোবাসতো শুধু তোমাদের
যেদিন বন্ধু চলে যাব, চলে যাব বহুদূরে
ক্ষমা করে দিও আমায়, ক্ষমা করে দিও
মনে রেখো কেবল একজন ছিল,
ভালোবাসতো শুধু তোমাদের