কারে দেখাবো মনের দুঃখ গো – রাধারমণ দত্ত

কথা ও সুর: রাধারমণ দত্ত

কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া ।
অন্তরে তুষেরই অনল জ্বলে গইয়া গইয়া ।।
ঘর বাঁধলাম প্রাণবন্ধের সনে কত কথা ছিল মনে গো ।
ভাঙ্গিল আদরের জোড়া কোন জন বাদী হইয়া ।।
কার ফলন্ত গাছ উখারিলাম কারে পুত্রশোকে গালি দিলাম গো ।
না জানি কোন অভিশাপে এমন গেল হইয়া ।।
কথা ছিল সঙ্গে নিব সঙ্গে আমায় নাহি নিল গো ।
রাধারমণ ভবে রইল জিতে মরা হইয়া ।।

সবচেয়ে বড় স্কুল-শিক্ষক

অভিজ্ঞতা হল
সবচেয়ে বড় স্কুল-শিক্ষক;
আর এই স্কুলের
বেতনের হার খুব চড়া।

-কার্লাইল

ছাত্রজীবনের মতো মধুর জীবন আর নেই

ছাত্রজীবনের মতো মধুর জীবন আর নেই।
এ কথাটা বিশেষ করে বোঝা যায় তখন,
যখন ছাত্রজীবন অতীত হয়ে যায়;
আর তার মধুর ব্যথাভরা স্মৃতিটা একদিন হঠাৎ
অশান্ত জীবনযাপনের মাঝে ঝকঝক করে ওঠে।

-কাজী নজরুল ইসলাম

জ্ঞান অন্বেষণ করা

জ্ঞান অন্বেষণ করা
প্রত্যেক মুসলমান পুরুষ ও নারীর
অবশ্যকর্তব্য।

-আল-হাদিস

বিদ্যান্বেষণের জন্যে যদি

বিদ্যান্বেষণের জন্যে যদি
সূদূর চীনেও যেতে হয়,
তবে সেখানে যাও

–আল-হাদিস

মানুষ মরে গেলে পচে যায়

মানুষ মরে গেলে পচে যায়,
বেঁচে থাকলে বদলায়,
কারণে-অকারণে বদলায়

– মুনীর চৌধুরী

আমরা সবাই পাপী

আমরা সবাই পাপী;
আপন পাপের বাটখারা দিয়ে;
অন্যের পাপ মাপি।

– কাজী নজরুল ইসলাম

নীরবতাই হচ্ছে সবচেয়ে উত্তম পন্থা

অজ্ঞের পক্ষে নীরবতাই হচ্ছে
সবচেয়ে উত্তম পন্থা।
এটা যদি সবাই জানত
তা হলে কেউ অজ্ঞ থাকত না।

-শেখ সাদি

নদীর এপার কহে ছাড়িয়া নিশ্বাস

নদীর এপার কহে ছাড়িয়া নিশ্বাস,
ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস।
নদীর ওপার বসি দীর্ঘশ্বাস ছাড়ে;
কহে, যাহা কিছু সুখ সকলি ওপারে।

– রবীন্দ্রনাথ ঠাকুর

যে-মানুষ কুশিক্ষা পেয়েছে

যে-মানুষ কুশিক্ষা পেয়েছে,
সে-মানুষ নিকৃষ্ট;
আর যে-মানুষ সুশিক্ষা পেয়েছে,
সে-মানুষই শ্রেষ্ঠ।

–আল-হাদিস