ঝুমকো জবা
– ফররুখ আহমদ
ঝুমকো জবা বনের দুল
উঠল ফুটে বনের ফুল।
সবুজ পাতা ঘোমটা খোলে,
ঝুমকো জবা হাওয়ায় দোলে।
সেই দুলুনির তালে তালে,
মন উড়ে যায় ডালে ডালে।
অজিত কুমার গুহ অতুল প্রসাদ সেন অন্নদাশঙ্কর রায় অবনীন্দ্রনাথ ঠাকুর আবদুল হাকিম আবু ইসহাক আমীরুল ইসলাম আল মাহমুদ আহমদ ছফা আহসান হাবীব ইমদাদুল হক মিলন উইলিয়াম শেক্সপিয়ার কাজী কাদের নেওয়াজ কাজী নজরুল ইসলাম কালীপ্রসন্ন ঘোষ কায়কোবাদ কুসুম কুমারী দাশ গল্প ১০১ জসীম উদ্দীন জহির রায়হান জীবনানন্দ দাস জয় গোস্বামী দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার নবদিগন্ত নবারুণ ভট্টাচার্য নির্মলেন্দু গুণ ফখরুজ্জামান চৌধুরী ফররুখ আহমদ বন্দে আলী মিয়া বলাইচাঁদ মুখোপাধ্যায় / বনফুল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বেগম সুফিয়া কামাল মদনমোহন তর্কালঙ্কার মহাদেব সাহা মাইকেল মধুসূদন দত্ত মাউচিং মানিক বন্দ্যোপাধ্যায় মার্ক টোয়েন মিঠেকড়া মীর মশাররফ হোসেন মোহাম্মদ নাসির আলী যতীন্দ্র মোহন বাগচী যোগীন্দ্রনাথ সরকার রজনীকান্ত সেন রবীন্দ্রনাথ ঠাকুর রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ লিও টলস্টয় শওকত ওসমান শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শামসুর রাহমান শিবরাম চক্রবর্তী সত্যজিৎ রায় সত্যেন্দ্রনাথ দত্ত সুকান্ত ভট্টাচার্য সুকুমার রায় সুনির্মল বসু সুনীল গঙ্গোপাধ্যায় সৈয়দ শামসুল হক সৈয়দ আলী আহসান সৈয়দ ওয়ালীউল্লাহ সৈয়দ মুজতবা আলী হরিশচন্দ্র মিত্র হালিমা খাতুন হাসান আজিজুল হক হুমায়ূন আহমেদ