ভেজাল
কবি- সুকান্ত ভট্টাচার্য

ভেজাল, ভেজাল, ভেজাল রে ভাই, ভেজাল সারা দেশটায়,
ভেজাল ছাড়া খাঁটি জিনিস মিলবে নাকো চেষ্টায়।
ভেজাল তেল আর ভেজাল চাল, ভেজাল ঘি আর ময়দা,
‘কৌন ছােড়ে গা ভেজাল ভেইয়া, ভেজালসে হায় ফয়দা।
ভেজাল পােশাক ভেজাল খাবার, ভেজাল লােকের ভাবনা,
ভেজালেরই রাজত্ব এ পাটনা থেকে পাবনা।
ভেজাল কথা-বাংলাতে ইংরেজী ভেজাল চলছে,
ভেজাল দেওয়া সত্যি কথা লােকেরা আজ বলছে।
‘খাটি জিনিস’ এই কথাটা রেখাে না আর চিত্তে,
‘ভেজাল’ নামটা খাটি কেবল আর সকলই মিথ্যে।
কলিতে ভাই ‘ভেজাল’ সত্য ভেজাল ছাড়া গতি নেই,
ছড়াটাতেও ভেজাল দিলাম, ভেজাল দিলে ক্ষতি নেই।


আরও পড়ুন – মিঠেকড়া / সুকান্ত ভট্টাচার্য