লিখতে পারিনা কোনো গান – জেমস্

কন্ঠ – জেমস
কথা – গোলাম মোরশেদ
সুর- লাকী আখন্দ

লিখতে পারিনা কোনো গান আজ তুমি ছাড়া
ভাবতে পারিনা কোন কিছু আর তুমি ছাড়া।
কি যে যন্ত্রনা এই পথচলা (২)
বিরহ স্মৃতি তোমাকে ঘিরে তুমি জানো না।

লিখতে পারিনা কোনো গান আজ তুমি ছাড়া
ভাবতে পারিনা কোন কিছু আর তুমি ছাড়া।
কিযে যন্ত্রনা এই পথচলা (২)
বিরহ স্মৃতি তোমাকে ঘিরে তুমি জানো না।

হারানো দিনগুলিতে ছিলে তুমি জড়িয়ে
এই মনের সীমান্তে ছিল সুখ ছড়িয়ে
হারানো দিনগুলিতে ছিলে তুমি জড়িয়ে
এই মনের সীমান্তে ছিল সুখ ছড়িয়ে

কিযে যন্ত্রনা এই পথচলা (২)
বিরহ স্মৃতি তোমাকে ঘিরে তুমি জানো না।
লিখতে পারিনা কোনো গান আজ তুমি ছাড়া
ভাবতে পারিনা কোন কিছু আর তুমি ছাড়া।
আকাশে চাঁদ ছিল একা
পাহাড়ি ঝর্ণা ঝরা
তাদের মনেতে ব্যথা ছিল কিনা বুঝিনি
আকাশে চাঁদ ছিল একা
পাহাড়ি ঝর্ণা ঝরা
তাদের মনেতে ব্যথা ছিল কিনা বুঝিনি
সে ব্যথা বোঝার আগে হারিয়ে তোমাকে
তোমাকে হারিয়ে বেদনা ঝরেছে হৃদয়ে
কিযে বেদনা তুমি বোঝনা
তোমাকে ভুলে থাকা কোনোদিন বুঝি হল না।

লিখতে পারিনা কোনো গান আজ তুমি ছাড়া
ভাবতে পারিনা কোন কিছু আর তুমি ছাড়া।
কি যে যন্ত্রনা এই পথচলা (২)

বিরহ স্মৃতি তোমাকে ঘিরে তুমি জানো না।

লিখতে পারিনা কোনো গান আজ তুমি ছাড়া
ভাবতে পারিনা কোন কিছু আর তুমি ছাড়া।

বিদ্যান্বেষণের জন্যে যদি

বিদ্যান্বেষণের জন্যে যদি
সূদূর চীনেও যেতে হয়,
তবে সেখানে যাও

–আল-হাদিস

ছাত্রজীবনের মতো মধুর জীবন আর নেই

ছাত্রজীবনের মতো মধুর জীবন আর নেই।
এ কথাটা বিশেষ করে বোঝা যায় তখন,
যখন ছাত্রজীবন অতীত হয়ে যায়;
আর তার মধুর ব্যথাভরা স্মৃতিটা একদিন হঠাৎ
অশান্ত জীবনযাপনের মাঝে ঝকঝক করে ওঠে।

-কাজী নজরুল ইসলাম

নীরবতাই হচ্ছে সবচেয়ে উত্তম পন্থা

অজ্ঞের পক্ষে নীরবতাই হচ্ছে
সবচেয়ে উত্তম পন্থা।
এটা যদি সবাই জানত
তা হলে কেউ অজ্ঞ থাকত না।

-শেখ সাদি

মানুষ মরে গেলে পচে যায়

মানুষ মরে গেলে পচে যায়,
বেঁচে থাকলে বদলায়,
কারণে-অকারণে বদলায়

– মুনীর চৌধুরী

যে-মানুষ কুশিক্ষা পেয়েছে

যে-মানুষ কুশিক্ষা পেয়েছে,
সে-মানুষ নিকৃষ্ট;
আর যে-মানুষ সুশিক্ষা পেয়েছে,
সে-মানুষই শ্রেষ্ঠ।

–আল-হাদিস

জ্ঞান অন্বেষণ করা

জ্ঞান অন্বেষণ করা
প্রত্যেক মুসলমান পুরুষ ও নারীর
অবশ্যকর্তব্য।

-আল-হাদিস

নদীর এপার কহে ছাড়িয়া নিশ্বাস

নদীর এপার কহে ছাড়িয়া নিশ্বাস,
ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস।
নদীর ওপার বসি দীর্ঘশ্বাস ছাড়ে;
কহে, যাহা কিছু সুখ সকলি ওপারে।

– রবীন্দ্রনাথ ঠাকুর

সবচেয়ে বড় স্কুল-শিক্ষক

অভিজ্ঞতা হল
সবচেয়ে বড় স্কুল-শিক্ষক;
আর এই স্কুলের
বেতনের হার খুব চড়া।

-কার্লাইল

আমরা সবাই পাপী

আমরা সবাই পাপী;
আপন পাপের বাটখারা দিয়ে;
অন্যের পাপ মাপি।

– কাজী নজরুল ইসলাম