কন্ঠ – জেমস
কথা – গোলাম মোরশেদ
সুর- লাকী আখন্দ
লিখতে পারিনা কোনো গান আজ তুমি ছাড়া
ভাবতে পারিনা কোন কিছু আর তুমি ছাড়া।
কি যে যন্ত্রনা এই পথচলা (২)
বিরহ স্মৃতি তোমাকে ঘিরে তুমি জানো না।
লিখতে পারিনা কোনো গান আজ তুমি ছাড়া
ভাবতে পারিনা কোন কিছু আর তুমি ছাড়া।
কিযে যন্ত্রনা এই পথচলা (২)
বিরহ স্মৃতি তোমাকে ঘিরে তুমি জানো না।
হারানো দিনগুলিতে ছিলে তুমি জড়িয়ে
এই মনের সীমান্তে ছিল সুখ ছড়িয়ে
হারানো দিনগুলিতে ছিলে তুমি জড়িয়ে
এই মনের সীমান্তে ছিল সুখ ছড়িয়ে
কিযে যন্ত্রনা এই পথচলা (২)
বিরহ স্মৃতি তোমাকে ঘিরে তুমি জানো না।
লিখতে পারিনা কোনো গান আজ তুমি ছাড়া
ভাবতে পারিনা কোন কিছু আর তুমি ছাড়া।
আকাশে চাঁদ ছিল একা
পাহাড়ি ঝর্ণা ঝরা
তাদের মনেতে ব্যথা ছিল কিনা বুঝিনি
আকাশে চাঁদ ছিল একা
পাহাড়ি ঝর্ণা ঝরা
তাদের মনেতে ব্যথা ছিল কিনা বুঝিনি
সে ব্যথা বোঝার আগে হারিয়ে তোমাকে
তোমাকে হারিয়ে বেদনা ঝরেছে হৃদয়ে
কিযে বেদনা তুমি বোঝনা
তোমাকে ভুলে থাকা কোনোদিন বুঝি হল না।
লিখতে পারিনা কোনো গান আজ তুমি ছাড়া
ভাবতে পারিনা কোন কিছু আর তুমি ছাড়া।
কি যে যন্ত্রনা এই পথচলা (২)
বিরহ স্মৃতি তোমাকে ঘিরে তুমি জানো না।
লিখতে পারিনা কোনো গান আজ তুমি ছাড়া
ভাবতে পারিনা কোন কিছু আর তুমি ছাড়া।